মুখটা নতুন
কথা নতুন
শুনতে অনেক ভালো
অচিন ব্যক্তি এসে দাঁড়ায়।
বলে অনেক মধুর কথা
শুনতে লাগছে ভালো
কথা দিয়ে মজা নিয়ে
পরে করলে অনেক ক্ষতি।
হাতিয়ে নিয়ে গোপনে চলে গেলো
কোন যে সুদূর দেশে....!!
এখন সে ভাবছে বসে।
মুখে ছিলো মিষ্টি কথা
মিষ্টি কথায় না ভুলে
যাচাই কর আগে
কথায় ভোলা যাবে না
মনটা বিচার করো আগে।।