ভর দুপুরে ভূতের ভয়
শেষ বিকেলে কিসের ভয়
সন্ধ্যাবেলায় ঝোপের ভিতরে
শিয়াল ডাকে  উচ্চস্বরে।
ছোট শিশু কেঁদে উঠে
চোখ দুটো তাঁর বন্ধ করে
গভীর রাতে বাঘের ডাকে,
কি আছে ভাগ্য কারো?
কোন প্রহর মুক্ত নাই
এমনিভাবেই বাঁচতে হয়
সৃষ্টির ভরসা সম্পূর্ণটা।
তাই বেঁচে যায় অনেকটা
ক্ষতি আছে শূন্যের ঘরে
তাই ডেকে যাও সৃষ্টিকে
বেঁচে যাবে রাত্রি দিনে

তারিখ:২২-১০-২০২২
সময়: বিকাল ৪:৪০ টায়
দিনাজপুর।