মনটা যেমন দুলতে থাকে
প্রবল ঝড়ের মতো
মনটা যেমন দুলতে থাকে
নদীর প্রবল ঢেউয়ের মতো।
মনটা যেমন উড়তে থাকে
পাখির ডানার মতো
মনটা যেমন থেঁতলে পড়ে
বৃষ্টিভেজার মতো।
মনটা কেন এমন হয়
কে দেয় হানা মনে
মনকে ভালো করতে হলে
পুঁথি হাতে নাও।
দৃষ্টি দাও পুঁথির পাতায়
অনেক ভালো হবে
দিনে দিনে পুঁথির সাথে
বেঁধে যাবে মন।।
রচনা কাল: ২৭-০১-২০২১
সময়: ভোর ৫:০০ টায়
দিনাজপুর