মনের মৃত্যু হওয়া
খুবই কষ্টদায়ক
সবসময় মনে করিয়ে দেয়
দেহের মৃত্যু একেবারে
শেষ হয়ে যায়।

আর বুঝার কিছুই থাকেনা
কেউ কুটুক্তি করে
এমন কথা বলে..!!
তখন মনের মৃত্যু হয়ে যায়।

অন্তরটা তখন করাতের মতো
ধারালো অস্ত্রের মতো..!!
ছেদন হতে থাকে,
বারবার ফিরে ফিরে;
ওই কথাই মনে করিয়ে দেয়।

যাদের মুখের বাক্যটা বিষাক্ত
কোন মিষ্টি রসালো নাই
তাঁদের থেকে দূরে থাকতে হবে
যাতে মনের মৃত্যু না হয়।।

তারিখ:০৮-১২-২০২১
সময়: সকাল ৮: ৩০ টায়।
দিনাজপুর।