মন আছে যেই দিকে
চোখ যায় সেই দিকে
মনটা নিয়ে যায় চোখ
চলে দিকে দিকে সব দিকে।

চোখ দুটির
বিরাম নাই
চোখে চোখে ভাবে সে
চোখ রাখো যত্নে।

সব কাজে উপকৃত
চোখ দুটো উপরে
তাই দেখে শুরুতে
বসে আছে কপালেতে
পাশাপাশি দুইজন।

নাম তাঁর ডান চোখ
নাম তাঁর বাম চোখ
কথা হলো জোড়া চোখ।।

তারিখ:২৪-০৯-২০২২
সময়: রাত্রি ১০:০০ টায়
দিনাজপুর।