ক্ষণে ক্ষণে মনে পড়ে
ভাবে বসে অনেক তাই
চলে গেছে দিনটা
ভাবনাটা মনেতে..!!
হৃদয়ের কোণে কোণে
গাঁথা আছে রাশি রাশি।
হয়ে যায় আনমনা
অতীত চাপা থাকে
তাই ভাসে উঠে বারবার।

তারিখ: ২৮-০৮-২০২২
সময়: সন্ধ্যা ০৬:০০ টায়
দিনাজপুর।