মমতাময়ী মা কি
আর আসবে না
সেই চলে গেলো
সবাইকে ছেড়ে,
আর তো আসলো না।
চেয়ে থাকি ফিরে আসবে
আসেনা কবে আসবে
বলে ও না পাইনা দেখা
মা মা করে এমনিভাবে
কেটে যাবে দিন।
মা কি আর ফিরবে না
কোথায় আছে কেমন করে
কিভাবে লুকিয়ে..!!
খবর কে দিবে
তিনি আসবেন আবার ফিরে।
হয়ে গেল একদিন দেখা
রাতের সেই ঘুমের ঘোরে
আছি আমি পৃথিবীর এক কোণে,
ভালো থাকো।।