মোমবাতি
সামান্য সময়
দীর্ঘ অপেক্ষা নাই
নিমিষেই অস্তিত্বটা
হারিয়ে যায়।

সামান্য ভরসা
একটু আলো দিয়ে
লুকিয়ে যায়...;
একটু উপকার করে।

নিজেই কষ্ট পায়
কেন আমি
সু দীর্ঘ হতে পারিনি
তবু আমাকে চায়।

একটু আলো দিয়ে
অন্ধকার দূর করতে চায়
অমাবস্যার আঁধারেকে
হার মানাতে চায়।।

রচনাকাল

তারিখ: ০৩-০৩-২০২৫
সময়: রাত্রি ৩:০০ টায়
দিনাজপুর।