বিজয় হলো এক ঝাঁক বুলেটের আঘাত
বিজয় হলো বীরঙ্গনা
বিজয় হলো গণকবর
বিজয় হলো শহীদজননীর কান্না
বিজয় হলো এক সাগর রক্তের বন্যা
বিজয় কেঁদেছে অনেক কান্না
হতে কি পারব আমি বিজয়?
এনেছে ছিনিয়ে বিজয়কে
বাংলাকে করেছে খাঁটি
থাকবে বিজয় খুঁটি হয়ে,
থাকবে বাংলার কোলে
বিজয় তুমি ফিরে এসো
বছর বছর ষোলোই ডিসেম্বর।।

রচনা কাল: ২৯-০২-২০২০
সময়: দুপুর ৩:২০ টায়
দিনাজপুর