বাবা মায়ের খোঁজ নেই
মরা মানুষের কেউ নেই
মরা জিনিসের নাই অনুভূতি
পচেঁ গলে নিঃশেষ।
থাকে না অস্তিত্ব
তাদের ঠাঁই নিচের মাটিতে
থাকে চাপার মধ্যে
কি হয় কেউ খোঁজে না।
খুঁজে কি পাবে?
ধীরে ধীরে মাটি করে গ্রাস
মরার পর কোন কাজ নাই
সে কাহারো আপন পিতা মাতা
ভাই বোন জ্যাঠা খুড়া..!
হোক না কেন?
এভাবেই নিঃশেষ।।
তারিখ:১১-০৬-২০২৩
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর।