শীতের সকালে মিষ্টি রোদ
সাথে একটু হালকা
হিমেল বাতাসে ভরে যায়
শীতের সকালে মনটা জুড়ায়।
প্রকৃতির সৌন্দর্যে ভরে যায়
হেমন্ত ঋতু মনকে নাড়া দেয়
মাঠে সোনালী ধানে ভরে উঠে
অল্প দিনে কৃষক গোলা ভরাবে।
খাবে নতুন চালের ভাত
হবে নবান্ন...!!
সুগন্ধি চালের পিঠা পায়েস
নতুন খেজুর গুড়ের পাটালি দিয়ে।
পুরাতন যায় নতুন আসে
এইতো নিয়ে প্রকৃতি আছে
থাকবে প্রকৃতি কতদিন
প্রকৃতি বাঁচে যতদিন।।
তারিখ:২৯-১০-২০২২
সময়: সকাল ১১:২০ টায়
দিনাজপুর।