মৃত্যুর আগে সমাধি খুড়া
এ কেমন আজব কথা
জন্মিলে মৃত্যু আছে
তাই খুড়েছে সমাধিটা।
থাকতে হবে সমাধিতে
থাকবেন তিনি কেমন স্থানে
মনে জাগে নানা কথা
ভাবে জ্ঞানী বসে বসে।
ইচ্ছা হলো খুড়ি সমাধি
খুড়লে অনেক শান্তি পাবো
জাঁকজমক বিছানাটা
নিজের চোখে দেখতে চাই।
কে খুড়বে কোথায় নিবে?
ভাবতে হবে না কাহারো মনে
সমাধি নিয়ে কথা হবে
ভাববে মানুষ একি মানুষ
মৃত্যুর ভয় মনেতে নাই।
মৃত্যু নিয়ে আনন্দ কিসের
এই পৃথিবীর অনেক ঝলক
কেন উনি ছাড়তে চাই..?
থাকবে চাইবে জনম জনম
প্রার্থনা করুক বাঁচি অনেক।।
তারিখ:১৯-০৬-২০২৩
সময়: দুপুর ১২:৩০ টায়
দিনাজপুর।