ঘুমিয়ে যাওয়া
আর নাই কোন কথা
থাকে চুপচাপ নিরালা
একা একা ভাবে বসে।

নানা কথা..!!
কাকে পাবে দেখবে
পায় না কোন সাথী সঙ্গী
কেমন হয় এমন জীবন..?

জীবিত জীবন অনেক ভালো
মৃত্যু জীবন কষ্টদায়ক
নাই কোন ঘোরাফেরা..!!
বসে বসে চিন্তা করা।

জীবন নিয়ে এসো না
এমন কষ্ট পেয়ো না।।

তারিখ:০৬-০৫-২০২২
সময়: বিকেল ০৫:০০ টায়
দিনাজপুর।