মৃত্যু দাঁড়াও
কেন নাও কোটি প্রাণ
অকাল মৃত্যু কেন করে
ঝড়িয়ে ফেলে ফুলের মতো।
ফুল ঝড়ে ফুল ফুটে
মৃত্যু ঝড়ে পায় না প্রাণ
ফিরে আবার...!!
দয়া করে একটু রাখো
প্রাণ সকলের।
কত ভাবে প্রাণ যায়
দেখে শুনে ভয় হয়
ভয় করে লাভ নাই
নিবে প্রাণ একদিন।
তাই নিয়ে এত
পারিনি প্রাণ বাঁচাতে
মৃত্যুর কাজটা করে সৃষ্টিটা
সবকিছু বিধাতা
মনে করো একবার।।
তারিখ:০৪-১২-২০২২
সময়: সন্ধ্যা ৫:০০ টায়
দিনাজপুর।