সব বস্তু দান
লেনদেন হয়
মৃত্যু হয় না দান
যদি বলে এই নাও মৃত্যু।
তুমি যেও পরপারে
শেষ বৈশাখের ত্রিশে
বৈশাখ সোমবার
যেতে পারবেনা ।
মানবের কথামতো
মৃত্যু আছে সৃষ্টির হাতে
বলতে পারে না মানুষে
কেউ আজও বলতে পারেনি।
কবে কোথায় কোন সময়
চলে যাবে পরপারে
মৃত্যু মানুষের অধরা।।
তারিখ:১৯-১১-২০২২
সময়: দুপুর ১:৩০ টায়
দিনাজপুর।