আমিনা কেন ভেসে গেলো
গরু কেন আনতে গেলো
আমিনার মা'টা ফেলল
এমন বিপদটায়।
গরু যেত ভেসে
আমিনা যেত বেঁচে
গরু আনা হলো না
নিজেও আর বাঁচলো না।
ঘন কালো মেঘে
বাণ এলো ধেয়ে
হারিয়ে গেল আমিনা
দোষ হলো তাঁর মেঘনার।
চোখের সামনে দেখছে চেয়ে
গ্রাস করছে মেয়েকে
সর্ব দেহ হারিয়ে গেছে
কালো চুল ভাসছে জলে
এমন হৃদয় বিদারক
হয় না যেন কারো জীবনে।।