মেঘলা আকাশ
মনটা বেজার
বসে আছি একা একা
কি যে করি।
কী হবে আজি.?
রোদ ঢেকেছে মেঘের দল
আনবে বৃষ্টি সাথে ঝড়ো হাওয়া
ভেজাবে মাটি করবে শেষ।
হবে মোদের অনেক ক্ষতি
যদি চলে যায় মেঘটা উড়ে
ভাববো বাঁচলাম..!!
এবারের দূর্যোগ থেকে।
আবার কবে আসুক
ঝড়ো হাওয়া
দেখবো তখন কি করে তছনছ
থাকবো মোরা অতি সাবধানে,
কত ক্ষতি করতে পারে।
একবার বাঁচলে অনেক বাঁচা
তাও তো বেঁচে আছি
বলতে পারবো।।
তারিখ:১২-১২-২০২১
সময়: দুপুর ৩:২৫ টায়
দিনাজপুর