মেঘ আসে দলে দলে
দুখিনীর মাথা ঘুরে
মেঘে আনে বৃষ্টি
ভিজে যাবে ভাঙা ঘর।
মাথা গোজার ঠাঁই নাই
তাই তাঁর গালে হাত
মেঘ ডাকে যতবার
জীবনটা কেঁপে যায়।
ঝরঝর বৃষ্টি
ঝরে যায় মাটিতে
বর্ষায় ভিজে ভিজে
জীবনটা পার করে।।
তারিখ:২৭-০৩-২০২৩
সময়: রাত্রি ১:২০ টায়
দিনাজপুর।