মা দিবসে ফিরে এসো
ও মা তুমি..!!
শত কোটি প্রণাম নাও
তোমায় ছাড়া বাঁচেনা জীবন।

কেন গেলে ধরা ছেড়ে
আসবে তুমি কবে আবার
বলবো কথা তোমার সনে
তোমার কথা মনে হলে,
অশ্রু ঝরে দুই চোখেতে।

তোমার মত বন্ধু কি আর
জুটবে কি আর এভুবনে
নিঃস্বার্থ বন্ধু তুমি..!!
নাও না কোন পারিশ্রমিক।

দিনরাত্রি খেটে গিয়ে
মুখে বলোনি একটি কথা
ভাবছো মনে অনেক কথা
করে যাবো দুহাত দিয়ে
খাবে সন্তান দুধে ভাতে।।

তারিখ: ১৮-০৪-২০২২
সময়: রাত্রি ০২:৪০ টায়
দিনাজপুর।