মাটি কেন খাঁটি হলো..?
আরো খাঁটি কত আছে
এই দুনিয়াতে..!!
হিসাব নিকাশ নাই
মাটি দেয় সবকিছু
কেন হবেনা মাটি খাঁটি।
মাটি কি পঁচে..?
দুনিয়াটা দাঁড়িয়ে আছে
মাটির গায়ের সাথে..!!
মাটি পচঁলে ভেঙ্গে পড়বে
এই দুনিয়াটা।
কোথায় হবে ঠাঁই..?
আর কোথায় ঠাঁই হবে না
ভেবে দেখো সবে
আর হবেনা কোথায় থাকা..?
মাটি দিবে সব।
তাই মাটি খাঁটি
আর হয় না খাঁটি
ভাবতে থাকো জনম জনম।।
তারিখ: ২৬-১২-২০২১
সময়: রাত্রি ১১:৪০ টায়
দিনাজপুর।