ঘন কালো চুলের
লম্বা খোঁপা বেঁধে
কোথায় যাও গায়ের বধু
যাচ্ছি আমি পথটি বেয়ে।

যাবো আমি গাঙের ঘাটে
চড়বো আমি নৌকা তে
পৌঁছবো আমি অচিনপুরে
বাড়িতে আছে উৎসব।

হবে গান পালা গান
মজা হবে বাবার বাড়ি
অনেক খুশি হবো আমি।।

তারিখ:২৯-০৪-২০২২
সময়: বিকাল ০৫:২৫টায়
দিনাজপুর