মানবে না সমাজ
চিন্তা কেন এত রে
একা একা থাকতে দেয় না
দলের সাথে যোগ হও।

বিভ্রান্তি টেনে আনে
জীবন করে ছানাছানা
উপায় খুঁজে কেমনে করবো
ঘায়েল তারে।

ভালোটা সহ্য হয় না
মালা গাঁথে ছিঁড়ে ছিঁড়ে
ছেঁড়া জিনিস খুলে পড়ে
অস্তিত্ব হারায় সাথে সাথে।

তারিখ:২০-০৮-২০২২
সময়: রাত্রি ১০:০০ টায়