কোন প্রতিবাদ কর্ণপাত না করে
ভাষা আনতে দৌড় দিয়েছিলো
বাধা অতিক্রম করে
ফিরিয়ে এনেছে ভাষা।
ভাষা আদ সবার মুখে,
যত্ন করে রাখা হয়েছে
দরকার হলে মুখ থেকে,
ভাষা খরচ করা হয়
তার জন্য কেউ বাধা বা
প্রতিবাদ করতে পারবে না।।

রচনা কাল:২২-০২-২০২১
সময়: রাত্রি ৩:০০টায়
দিনাজপুর।