ফুল বাগানে ফুল ফুটেছে
মালি গেছে কই
ফুল ঝরে যায়
ডাল ভেঙে যায়
মালির দেখা নাই।
সবকিছুতেই লেগে থাকে
একটি অগ্রদূত...!!
কোলের শিশু রক্ষা হয়
আপন পরিচর্যায়।
হাঁটি হাঁটি করে যায়
যে চলে চোখের আড়াল হয়ে
খেয়াল নাই খুঁজে শিশু
পায় না কোন খানে।
খুঁজে খুঁজে বাহির হয়
পাশের ডোবা থেকে
হলো একটা বিরাট ক্ষতি
পায় না খুঁজে দিশে।।
তারিখ:২২-০৫-২০২৩
সময়: বিকাল ৫:০০টায়
দিনাজপুর