সরিষা ফুলের মালা হয় না
হয় যে ঘানির তেল
ফুলগুলি ডাক দেয়
হাতছানি দিয়ে।

গাঁথবে মালা ফুল‌ দিয়ে
হয় না তাহা দিয়ে
রসের খাবার তৈরি হয়
এই ফুল দিয়ে।

তেল দিতে হয় সবজিতে
প্রধান একটি উপকরণ
তুলিও না ফুল গাথিও না মালা
তুললে হবে ভুল।

ফুল তুললে তেল বিনাশ
হবে অনেক ক্ষতি

তারিখ:১৪-১১-২০২২
সময়: সন্ধ্যা ৭:০০ টায়
দিনাজপুর।