সুজন মাঝির অনেক কাজ
মাছ ধরা তার প্রধান কাজ
মাছ ধরলে মুখে ভাত
কেমনে করবে অন্য কাজ।
দৃষ্টি থাকে জলের দিকে
কোথায় আছে মাছের ঝাঁক
জাল নৌকা সঙ্গী তার
বৈঠা বয় দিনে রাতে।
পূর্ব পুরুষ শিখিয়েছে
জলের সাথে জীবন বাঁধা
উজান ঢেউ কোথায় যায়
সে দিকে তে লক্ষ্য তাঁর।
তারিখ:১৯-০৮-২০২২
সময়: সকাল ১১:৩০ টায়
দিনাজপুর।