মুক্তি দিয়ে গেল পৌষ মাসটি
এসে গেলো মাঘ মাসটি
বাংলা মাসের দশমমাস
শীত ঋতুর মাস।
পৌষকে হারিয়ে,
মাঘ হবে জয়ী
পৌষের চেয়ে দ্বিগুণ
তীব্র শীত মাঘের।
শীতে বনে বনে বাঘ কাঁদবে
ঝোপে ডাকবে শিয়াল
যত আপদ এই মাঘ মাসে
আসবে বিদ্যার দেবী বীণাপানি।
শুক্লপক্ষে পঞ্চমী তিথীতে
বীণা পুস্তক হাতে নিয়ে
করবেন বিদ্যা বিতরণ
হবে দেবীর পূজা-অর্চনা।
আবিরে আবিরে লাল
পলাশ ফুলে ভরে যাবে
দেবীর পাদপদ্মে চরণ দুখানি।।
রচনা কাল: ১৪-০১-২০২১
সময়: দুপুর ১:০০ টায়
দিনাজপুর।