দিনটি হলো মায়ের জন্য
মা দিবসে মা
বসে বসে শুনবে নানা
কথার গল্প অনেক।
সন্তানেরা ছুটে আসবে
মায়ের শিয়রের পাশে
মা তুমি ভালো থেকো
আন্ধার ঘরে ফোটাও আলো।
ভালোবাসা দিয়ে তুমি
উজার হওনি কোনদিন
তোমার মতো দয়ার সাগর
কে আছে আর এই জগতে..?
তুমি যেন ভালো থাকো।
এটাই মোরা চাই
সারা জীবন চোখ খুলে তাই
দেখতে যেন পাই
তোমার স্মৃতি হৃদয় মাঝে,
আসে ঘুরে ঘুরে।
সারাজীবন রাখি যেন
ফুল চন্দন তোমার চরণেতে।।
রচনা কাল: ৯-০৫-২০২১
সময়: রাত্রি ৮:২০ টায়
দিনাজপুর।