দুই অক্ষরে মা
নামটি তার মা
ডাকছে সন্তান মা
শত শত বার‌।

বড় অক্ষরে ডাকতে
সময় যেত বয়ে
ডাকছে মা কথাটি
অতি সংক্ষেপে।

প্রাণটা ভরে সবাই ডাকে
মা...মা করে..!
এমন ডাক কোথায় পাবে
খুঁজে বাহির করো
মায়ের শক্তি অধিক শক্তি।

আঁচলে গাঁথে সব
সবকিছু তেই জাগরিত
অলসতা নাই মনে
কান দুটি খুলে রাখে,
কখন শুনবে মা।

শত কাজ ফেলে রেখে
করবে হাসিল তা
মা দিবসে মাকে জানাই
শ্রী চরণে ভক্তি
দুঃখ ভুলে সুখের পথে
চলতে যেন পারে।।

তারিখ: ০৮-০৫-২০২২
সময়: রাত্রি ০২:০০ টায়
দিনাজপুর।