কেউ অর্থলোভী
কেউ ঈশ্বর লোভী
যে ব্যক্তি অর্থের প্রতি আকৃষ্ট
সে ধর্ম কথা শুনতে চায় না।

ভাবে সময় নষ্ট না করে
কিভাবে বিপুল অর্থ
উপার্জন করা যায়
এমন কাজ করতে হবে।

আর কেহ ভাবে
অর্থ সাথে যাবে না
পূর্ণটা সাথে যাবে
তাই ওই ব্যক্তি সর্বদা
ঈশ্বর সাধনায় মগ্ন থাকে।

ঈশ্বরকে পেতে চায়
সম্পদের প্রতি কোন
লোভ নাই...!!
সাথে যদি যেতো
তাহলে সম্পদের প্রতি
বশিভূত হওয়ার দরকার ছিল।।

তারিখ:২৮-০৭-২০২১
সময়:রাত্রি ০৩:৫০টায়
দিনাজপুর।