লড়াই করে বেঁচে থাকা
সে কি একটি ভালো কথা
বাঁচতে হলে লড়াই করে
দিনে রাতে খেটে মরে।
খাবার সময় নাই
খেতে বসলে পায় না
তাঁরা মুখরোচক খাবার
কি একটু খাবার খেয়ে,
ঢেকুর তুলে-আবার দেয় দৌড়।
খেটে মরে ভূতের বেগার
কপালটা হয়না সুখের
এটাই হল মানব জীবন
কাটবে জীবন এমন ভাবে।
শেষটা দিনের অপেক্ষা
ভালো কি আর আসবে ছুটে
আশায় আশায় দিন যাবে
দুনিয়াতে থাকা হবে শেষ।।
তারিখ:০৯-০৩-২০২২
সময়: রাত্রি ১২:০০ টায়
দিনাজপুর