জীবনটা যেন এক লজ্জাবতী
ফুলের গাছের মতো
একটু ছোঁয়া লাগলে যেন
গাছটা মৃত্যুবরণ করে।

সাথে সাথে সব
লতাপাতা নুয়ে পড়ে
যেন প্রাণ হারায়
তেমনি জীবনে একটু
আঘাত পেলে হারিয়ে যায়।

আর বাঁচতে পারে না
এত সূক্ষ্ম জীবনটা যেন
লজ্জাবতী ছোঁয়া লাগার মতো
তাই বাঁচতে হলে জীবনকে
আগলে রাখতে হয়।

অকালে চলে যাওয়াটা
খুব কষ্টের জিনিস।।


তারিখ: ১১-০১-২০২১
সময়: রাত্রি ০১: ৪০ টায়