কবিতা লিখে যায়
ক্ষণে ক্ষণে আমি তাই
মনে পড়ে কত কথা
লিখে যাবো এইভাবে।
লিখে গেলে হয়ে যাবে
গাদা গাদা কবিতা
যত পাড়ি তত লিখি
দিনরাত আমি তাই।
ভালো লাগে লিখে যেতে
আনন্দ পায় তাই
মনে যেন দানা বেঁধে
থাকে যেষ অবিরত,
লিখে যাবো সৃষ্টির আদেশে।।
রচনা কাল:০৩-০৭-২০২১
সময়: বেলা ১:৪০ টায়