কারো ভাগ্য ফিরে
কারো মা মরে
মা হচ্ছে বটের ছায়া
আগলে রাখে গর্ভের সন্তান।
মা এমন দোসর
না হয় কোন কঠোর
ধৈর্য নিয়ে জাল বুনে
ছিঁড়ে পড়ে না কোন কালে।
সংসারের হাল ধরে থাকে
বইতে থাকে রাত্রি দিনে
বিরামহীন কাজ তাঁর
কখন দিবে মুখে ভাত।।
তারিখ: ২৮-১২-২০২২
সময়: সন্ধ্যা ০৭:০০টায়
দিনাজপুর।