কুলের ধারে নদীর তীরে
বসে আছে বাড়ির বধু
ঘোমটা খানি টেনে
নৌকার মাঝি চেয়ে দেখে,
ওই বধুটা কে..?
মুখটা তার ঢেকে আছে
ঘোমটার আড়ালে।

কেমনে দেখবে তাহার মুখ
চিনবে কে..?
এসেছে এই নদীর তীরে
একে একে সবাই জড়ো হয়।

কেউ বা চিনে
অশোকপুরের বাগচী বাড়ির বধূ
কেন বসে নদীর কুলে..?
জানতে পারে পিতা-মাতা,
কুল দেখে দিয়েছিলো বিয়ে;
বাগচী বাড়িতে।

সুখ হলো না তাই
চলে এসেছি নদীর কুলেতে,
ভাগ্যে হলো না শ্বশুরবাড়ির,
সুখ গ্রহণ করা;
তাই এসেছি নদীর কূলে।

কূলের স্বাদ গ্রহণ করিতে
নামি দামি নাম দেখে কি,
সব কি পাওয়া যায়
মনটা যাহার সদাই ভালো
উদারতায় ভরা।

ধনী গরীব কিছু লাগে না
শান্তি এনে দেয়
না পায় যদি
নামির কাছে ভালো কিছুর আশা
কি হবে তাই..?
নামের দিকে তাকায়।।

রচনা কাল: ২৪-১১-২০২০
সময়: বিকেল ০৪:০৫ টায়
দিনাজপুর