কৃষ্ণচূড়া একটি বড় ধরনের ফুলগাছ
গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার গাছে গাছে
লাল ফুল থোকা থোকা ধরে থাকে
গাছের পাতাগুলো চিরল চিরল।
গাছ অনেক লম্বা ডাল-পাতা অনেক
কান্ড অনেক মোটা হয়ে থাকে
পৃথিবীর সব খানেই
এই ফুলের গাছ দেখা যায়।
গ্রীস্মের খরতাপ রৌদ্রে
থোকা থোকা ফুল
পথচারীর মন আকৃষ্ট করে
প্রকৃতিকে যেন সৌন্দর্যে ভরে ফেলায়
সবারই কৃষ্ণচূড়া গাছের প্রতি,
নজর দেওয়া প্রয়োজন।
যাতে ভবিষ্যতে বিলুপ্ত না হয়
বিলুপ্ত হলে প্রকৃতির সৌন্দর্য হারাবে।।
রচনাকাল: ২৯-০৪-২০২১
সময়: রাত্রি ২:৫০ টায়
দিনাজপুর।