উৎসর্গ: শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমার এই সামান্য প্রচেষ্টা:
২০২১ সালের ভগবান
শ্রীকৃষ্ণের জন্মতিথি
ভগবান শ্রীকৃষ্ণ..!!
মথুরায় জন্মগ্রহণ করেন
বাসুদেব পিতা মাতা দেবকী
শ্রীকৃষ্ণ পিতা মাতার,
অষ্টম গর্ভের সন্তান।
ভাদ্র মাসের শুক্ল পক্ষ
অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন
হিন্দু ধর্মাবলম্বীরা ঘটা করে
প্রতিবছর এই জন্মাষ্টমী,
পালন করে থাকে।
জন্মাষ্টমী একটি জাতীয় অষ্টমী
সারা বিশ্বে পালিত হয়ে থাকে
সরকারিভাবে সবকিছু হয়ে থাকে
দেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে
ভক্তগণের ঢল নামে।
ভক্তগণ ফুল দ্বারা
পূজিত করে থাকেন
জানান চরণে অশীষ ভক্তি।।