দীঘিতে আছে কত জল
কেমনে বলবো না মেপে জল
দিঘির জল মাপে না
তাকিয়ে দেখে অনেক জল।

যখন হয় হাঁটু জল
ভাবে তখন কমেছে জল
শুকিয়ে গেলে চৌচির
দীঘি কেন শুকিয়ে গেলো।।

তারিখ: ২৫-০৩-২০২২
সময়: রাত্রি ০৮:০০ টায়
দিনাজপুর।