যার ভাগ্যে যতদূর
হাঁটতে লাগে অনেক দূর
ভাগ্য কি খুঁজে পায়
হয়রানির শেষ নাই।
কষ্টের কথা চিন্তা করে,
ভাগ্য খুঁজো যেথায় সেথায়;
মিলবে ভাগ্য আনবে ধরে
গোটা কয়েক..ভাগ্য কি গাছের ফল
ধরে থাকে থোকা থোকা।
ভাগ্য এক অচেনা বস্তু
চিনতে অনেক কষ্ট আছে
করে যাবে দুইহাতে..!!
পেয়ে যাবে আঁধার রাতে।

তারিখ: ০৪-০৭-২০২২
সময়: দুপুর ০৩.০০ টায়
দিনাজপুর।