কাকে চাচ্ছেন...ঈশ্বরকে
ডাকলেই পাবেন
তিনি আসবেন
সবসময় তাঁর নাম,
স্মরণ করতে হবে।
কুচিন্তা ঝেড়ে ফেলতে হবে
কোন খারাপ কিছু
মনের ভিতর আনা যাবে না
অনায়াসে একদিন ঈশ্বর পেয়ে যাবেন।
ঈশ্বর পাওয়া কেমনে জানবে
যখন জীবন সুস্থ আছে
দুবেলা খাবার পাওয়া যায়
একটা অতিথি সেবা
দেওয়া যাচ্ছে ।
রোপন করা গাছে
দুটো ফল ধরছে
মন্দিরে পুরোহিত পূজা
অর্চনায় মগ্ন আছে।
ক্ষেতে ফসল ফলছে
বাড়ির গোয়াল ঘরের ধেনু
কোলের বাচ্চাটা নিয়ে মাতিয়ে আছে
দুধ সরবরাহ করছে ,
দেখবেন ঈশ্বর আপনার কাছে।।