স্বর্গ তুমি কোথায় আছো
বলে দাও এই যে আমি
নয়ন মনির স্বর্গটা
কোথায় পাবে কেমনে জানি।

সারা জীবন তপস্যা
গুরুভক্তি সৃষ্টি ভক্তি
দেব ভক্তি করে যাও
আপনি এসে দেখা দিবে
স্বর্গ নামের পূণ্যটা।

জপে জপে জড়ো করো
সাথে নিয়ে যায় ও তারে
জপ ধ্যান ভাগ হয় না
ভাগ করতে চায় সংসারটা।

তারিখ: ১০-০৫-২০২২
সময়: দুপুর ১২:০০ টায়
দিনাজপুর।