সুখ আনতে কোথায় যাও
দেখি তারে কোথায় পাই
সুখ পাবে না রাস্তাঘাটে
বন জঙ্গলে..!!

তাই তুমি পাবে না খুঁজে
সুখের কাজ করলে পারে
সুখ এসে যায় কুঁড়েঘরে
জীবে দয়া করে যাবে।

সুখ আসবে এমনি কাছে
সুস্থ থাকা জীবনটা নিয়ে
এর চেয়ে নাই সুখ কোনকালে।।

তারিখ: ১৫-০৬-২০২২
সময়: দুপুর ০১:৩০ টায়
দিনাজপুর।