ভোরবেলাতে কোথায় যায়
হাঁটতে পথিক রাস্তায় যায়
হেঁটেই চলে পথটি বেঁয়ে
থামবে কোথায় কদম তলায়।

বসবে তলায় বিশ্রাম নিবে
ফিরবে কখন একটু পরে
ফিরলো যখন বাড়িতে
প্রাতঃরাশে যোগ দিলো।

হলো বেলা কর্মস্থলের
তড়িঘড়ি চলে গেলে
খাটবে এখন আটঘন্টা‌।

ফিরবে আবার বাড়িতে
খাবে কিছু মুখটাতে
বিনোদনে কাটাবে সময়
এর পড়েতে শয্যাতে।

শয্যায় থাকবে কয়েকঘণ্টা
উঠবে আবার জেগে
প্রহরে প্রহরে এমনিভাবে
আসে অনেক কাজের তারা,
কাটিয়ে দেই জীবনটা;
এই নিয়মের মাঝে।।

রচনাকাল:১৯-০৮-২০২১
সময়: রাত্রি ০১:২৪ টায়