এখানেই আমি
বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছি
আর আগের মতো
দাপট আমার নাই।
দেহের অনেক শক্তি দিয়ে
পৃথিবী উলটপালট করেছি
এখন সৃষ্টি শক্তি কেড়ে নিয়েছে
শয্যা থেকে উঠতে পারিনা।
কখন নিয়ে চলে যাবে..?
জানতে পারবো না
পৃথিবীতে এসে এমন
ভালো কিছু করে,
যেতে পারলাম না।
বুঝতাম না ভাবতাম
আমি সব
সব আমি করতে পারব
একজন সৃষ্টিকর্তা আছেন।
তিনি সব করবেন
জানা ছিলো না
এখন আমি সৃষ্টির
দখলে চলে গেছি।
তিনি এখন যা করবেন
তাই আমার হবে
আমি এখন ঐদিনের,
অপেক্ষায় আছি।।
রচনা কাল:১৪-০৪-২০২১
সময়:বিকাল ৪:০০ টায়
দিনাজপুর।