মধু মিষ্টি হয়
কারো মুখের কথা মিষ্টি হয়
সুন্দর কথা দিয়ে মানুষের
মন জয় করে।
মুখের মিষ্টি কথায়
সব ঢেলে দেয়
মনটা তার জোড়ায়
মিষ্টি কথার জন্য,
কারো মুখের কথা যেন
ধারালো অস্ত্রের চেয়েও কঠিন।
এমন ভাবে বলে
মানুষের ভেতরটা মনে হয়
ছেদন হয়ে যায়
কেহ সেই ছেদন করা কথা
সহ্য করতে পারে না
তখন ব্যক্তির মধ্যে
অনেক ক্ষোভের সৃষ্টি হয়
যেন ভুলতেই পারে না
ক্ষণে ক্ষণে কেবলওই কথা
তার মনে আসে।
ভাবনায় পড়ে,
মনে শান্তি পায় না
সব সময় মনে করে
কে বা তাকে আছাড় দিচ্ছে
কথা যেন ধারালো অস্ত্র।।