কথা বলো আষাঢ়
এত কেন দাপট
সারা দিন ভেজানো
এ কেমন অভ্যাস।

ভিজাতে চাই না
ভিজে যায় নিয়মে
ঋতুর নিয়মে..!!
হয়ে থাকে সব যে।

বর্ষাকাল চলে যাক
স্বস্তি আসবে অনেকটা
আষাঢ় নিয়ে নাই ভয়
আষাঢ়ের বৃষ্টি দরকার জীবনে।।

তারিখ:২৯-০৬-২০২২
সময়: বিকাল ০৫:০০ টায়
দিনাজপুর