রাঁধতে অনেক কষ্ট আছে
খেতে ভারি মজা
কষ্ট হোক খেতে হবে
বাঁচাতে হবে জীবনটা।
তাই করে যায় রন্ধন কাজ
কষ্ট যতই হোক
জীবন আছে যতদিন
রন্ধন আছে ততদিন।।

রচনা কাল:২০-০৭-২০২১
সময়: দুপুর ৪:৫৫ টায়
দিনাজপুর।