কর্মহীন যাদের
আয় ব্যয় কিছুই নাই
সংসারে কোনো উপার্জন নাই
সহায়-সম্পদ কিছুই নাই।
নাই কোনো অস্তিত্ব
শারীরিক অসুস্থতা
হাত পা অবশ কোন শ্রমিকের
কাজ ও করতে পারে না।
স্ত্রী-সন্তান মিলে চারজন
তাঁরা অর্থ অভাবে
ভালো করে বেড়ে
উঠতে পারছে না।
রাস্তার ধারে ঝোপের ঝাড়ে
একটি ঝুপড়িতে বাস
বৃষ্টি আসলে সীমাহীন দুর্ভোগ
ঝুপড়ি ঘরে বসে বসে
কেবল ফ্যালফ্যাল করে,
তাকিয়ে দেখে।
কারো একটু দয়া হলে
কিছু দিলে ঐটুকু
খেয়ে পড়ে থাকে
কোনো উপায় খুঁজে পায়না।
কি হবে তাদের এই জীবনের..?
কবে তাঁদের ভাগ্য ফিরবে
নানা চিন্তায় জর্জরিত
কে কার ভাগ্য ফেরাতে পারে।
তাঁদেরকে নিয়ে
কে ভাবতে পারে..!!
কে এগিয়ে আসবে..?
তাঁদের একটা কর্মসংস্থান
করিয়ে দেওয়ারর জন্য
বাড়ির ব্যক্তিটি অচল।
অঙ্গ নিয়ে বিছানায় কাতরাচ্ছে
এভাবেই বোধহয়..!!
তাঁদের জীবন কেটে যাবে।।
তারিখ:০২-১২-২০২১
সময়: সন্ধ্যা ০৬:১২ টায়
দিনাজপুর