বিদ্যুৎ করে না
কাহারো সাথে আপোষ
উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বস্তু
সবকিছুতেই বিদ্যুতের ব্যবহার হয়।
আলো জ্বালাতে বৈদ্যুতিক
পাখা ধান ভাঙ্গানো,
গভীর নলকূপের জল তোলা
নিত্য প্রয়োজনীয় সব কিছুতেই,
বিদ্যুতের ব্যবহার।
মানুষের শরীরে বিদ্যুৎ স্পর্শ করিলে
ছাড়তে বললে ছাড়েনা ধরেই থাকে
তরতাজা জীবন আর রাখে না
চোখের পলকে চলে যায়
করে না আপোষ তার নাম বিদ্যুৎ।