কেন হলো খন্ড খন্ড
বসবাসে একি কাণ্ড
ভাতৃত্ব  ভাব নাই যাদের
তাদের হয় বসবাস খন্ড।

থাকে তাঁরা কোনঠাসা
বসবাসে আরাম নাই
দেখবে না তো কারো মুখ
একা একা বসবাসে
থাকতে চায় পরম সুখে।

তারিখ: ০৪-১২-২০২২
সময়: রাত্রি ১২:৩০টায়
দিনাজপুর।